সুদানের স্বাস্থ্য বিভাগকে জরুরি সহায়তা দেওয়ার আহ্বান ডব্লিউএইচও’র
2024-09-09 16:22:52

সেপ্টেম্বর ৯: সুদানে সফররত বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএচও’র মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস গতকাল (রোববার) আন্তর্জাতিক সমাজের প্রতি সুদানকে জরুরি সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ৫০০ দিনেরও বেশি সময় ধরে সামরিক সংঘর্ষের প্রভাবে সুদান একাধিক সংকটের সম্মুখীন, লাখ লাখ মানুষ দুর্ভিক্ষ এবং কলেরা, ডেঙ্গু জ্বর, হাম, মাঙ্কিপক্স ইত্যাদি রোগে ভুগছে, শিশুদের ওষুধ ও প্রাথমিক স্বাস্থ্যসেবার অভাবও রয়েছে। তিনি সুদানকে ২.৭ বিলিয়ন মার্কিন ডলারের জরুরি সহায়তা প্রদান করার আহ্বান জানান, যাতে দেশের চিকিত্সা ও স্বাস্থ্য বিভাগ এই সংকট মোকাবিলা করতে পারে।

(তুহিনা/হাশিম/স্বর্ণা)