চীন বিভিন্ন ক্ষেত্রে ইসলামিক সহযোগিতা সংস্থার সাথে সহযোগিতা অব্যাহত রাখতে ইচ্ছুক
2024-09-09 19:27:55

সেপ্টেম্বর ৯: চীনের সাথে সহযোগিতা জোরদার করার জন্য ইসলামিক সহযোগিতা সংস্থার প্রত্যাশাকে স্বাগত জানায় চীন। সংস্থার সাথে কৌশলগত যোগাযোগ আরও গভীর করতে, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা চালিয়ে যেতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্রমাগত নতুন ফলাফল অর্জন করতে ইচ্ছুক বেইজিং।

আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ কথা বলেন।

মাও নিং আরো বলেন, অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন ইসলামি দেশগুলোর ঐক্যের প্রতীক এবং চীন ও ইসলামি দেশগুলোর মধ্যে সম্পর্ককে বেগবান করার একটি গুরুত্বপূর্ণ সেতু।

মাও নিং বলেন, ইসলামি বিশ্বের সাথে চীনের ঐতিহ্যগত বন্ধুত্ব রয়েছে। উভয়পক্ষই মূল স্বার্থ রক্ষায় একে অপরকে সমর্থন করে এবং যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে’ নির্মাণে ফলপ্রসূ হয়েছে। চীন বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ, বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ এবং বৈশ্বিক সভ্যতার উদ্যোগ বাস্তবায়নের এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং টেকসই উন্নয়নের জন্য ইসলামিক দেশগুলোর সাথে কাজ চালিয়ে যেতে ইচ্ছুক।

(লিলি/হাশিম/তুহিনা)