অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তুলতে সম্মত চীন ও ইন্দোনেশিয়া
2023-06-10 15:07:52

১০ জুন, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কমিউনিস্ট পার্টি-সিপিসি'র কেন্দ্রীয় কমিটির বৈদেশিক বিষয়ক কমিশন অফিসের পরিচালক ওয়াং ই বলেছেন, চীন এবং ইন্দোনেশিয়া প্রধান উন্নয়নশীল দেশ ও উদীয়মান অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসাবে একই রকম ঐতিহাসিক অভিজ্ঞতা এবং অভিন্ন প্রচেষ্টা ভাগ করে নেয়। দেশ পরিচালনায় পারস্পরিক শিক্ষা জোরদার করতে এবং তাদের নিজ নিজ উন্নয়নকে ত্বরান্বিত করতে চীন প্রস্তুত বলেও জানান তিনি।

চীনের সঙ্গে সহযোগিতার জন্য ইন্দোনেশিয়ার সমন্বয়কারী এবং সমুদ্র বিষয়ক ও বিনিয়োগের সমন্বয়কারী মন্ত্রী লুহুত বিনসার পান্ডজাইতানের সঙ্গে ফোনালাপের সময় ওয়াং এ কথা বলেন।

উভয়পক্ষের যৌথ প্রচেষ্টায়, তাদের মধ্যে সর্বাত্মক সহযোগিতা মসৃণভাবে অগ্রসর হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার ফ্ল্যাগশিপ প্রকল্প জাকার্তা-বান্দুং হাই-স্পিড রেলওয়ের যৌথ কমিশনিং এবং পরীক্ষা-নিরীক্ষা গোটা রেলপথটি চালু করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

এ সময় ওয়াং ই আরও বলেন, চীন-ইন্দোনেশিয়া ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে অত্যন্ত গুরুত্ব দেয়। একটি অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়, দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি নতুন উচ্চতায় উন্নীত এবং নতুন সম্ভাবনা উন্মুক্ত করবে বলেও মন্তব্য করেন তিনি।

ফোনালাপের এক পর্যায়ে ইন্দোনেশিয়ার মন্ত্রী লুহুত বলেন, সংস্কার ও উন্মুক্তকরণের অগ্রগতির ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া, উচ্চমানের উন্নয়নের জন্য প্রচেষ্টা চালানো, দু'দেশের জনগণের কল্যাণের জন্য বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতা গভীরতর করা, মূল সহযোগিতা প্রকল্পগুলোকে ত্বরান্বিত করার জন্য কাজ করা, জাকার্তা-বান্দুং রেলপথের সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো ইন্দোনেশিয়ার প্রত্যাশা।

ঐশী/হাশিম
তথ্য ও ছবি : সিজিটিএন ।