কমিউনিস্ট পার্টির নতুন তত্ত্ব প্রয়োগের আহ্বান চীনের শীর্ষ আইনপ্রণেতার
2023-06-10 16:49:51

জুন ১০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শীর্ষ আইনপ্রণেতা চাও লেচি ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নতুন তত্ত্বগুলো উপলব্ধি করা এবং গণকংগ্রেস-সম্পর্কিত কাজে সেগুলোর প্রয়োগ করার জন্য আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন৷

চীনের কমিউনিস্ট পার্ট-সিপিসি'র কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং জাতীয় গণকংগ্রেস স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও সম্প্রতি  সিচুয়ান প্রদেশ সফরকালে এ আহ্বান জানান।

গণকংগ্রেস সংক্রান্ত কাজের মাধ্যমে দেশের উচ্চমানের উন্নয়নকে বেগবান করা এবং নতুন উন্নয়ন দর্শন বাস্তবায়নের জন্য দৃঢ় প্রয়াস নেওয়ারও আহ্বান জানান তিনি।

সফরকালে চাওয়ের নেতৃত্বাধীন একটি দল সিচুয়ানের বেশ কয়েকটি শহরে বীজ আইনের প্রয়োগ যাচাই করে এবং এক সম্পর্কিত এক সভায় তিনি সভাপতিত্ব করেন।

বৈঠকে তিনি জাতীয় নিরাপত্তা রক্ষার দৃষ্টিকোণ থেকে বীজ শিল্পকে পুনরুজ্জীবিত করার উপর জোর দেন এবং আইনী উপায়ে আধুনিক বীজ শিল্পের উচ্চ-মানের উন্নয়নের জন্য প্রচেষ্টার আহ্বান জানান। -

রহমান/হাশিম।