সবচেয়ে কঠিন পরীক্ষা ‘কাওখাও’
2023-06-08 18:48:00

জুন ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তরুণ প্রজন্মের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা কাওখাও চলছে এখন। বুধবার শুরু হওয়া কাওখাও বিষয়ের উপর ভিত্তি করে  দুই থেকে চারদিন স্থায়ী হবে। চীনের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর ১২.৯১ মিলিয়ন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে যা গত বছরের চেয়ে ৯ লাখ ৮০ হাজার বেশি।

কলেজ এন্ট্রান্স এক্সাম বা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের এই পরীক্ষা চীনের তরুণ প্রজন্মের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা বলে বিবেচিত কারণ এর উপরে নির্ভর করে তারা কোন বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে ভর্তির সুযোগ পাবে।

শিক্ষা মন্ত্রণালয় গত বছর স্নাতক প্রোগ্রামের তালিকায় ২১টি নতুন বিষয় অন্তর্ভুক্ত করেছে এবং চার বছর অধ্যয়নের পর এই বছরের নতুন শিক্ষার্থীদের চাকরির বাজারের চাহিদা মেটাতে সাহায্য করার জন্য অনেক বিশ্ববিদ্যালয় পরবর্তীতে তাদের পাঠ্যক্রমগুলিকে পুনর্বিন্যাস করেছে।

পরীক্ষার্থীদের উপর মানসিক চাপ কমাতে, তাদের সহায়তা করার জন্য অনেক শহরেই নানা রকম সহায়ক কর্মসূচী হাতে নেয়া হয়েছে। বেইজিংয়ে ৫৮ হাজার কাওখাও পরীক্ষার্থী আছে। ১০০টি কেন্দ্রে তারা পরীক্ষা দিচ্ছে। নগর কর্তৃপক্ষ রাতে সকল প্রকার নির্মাণ কাজ বন্ধ করেছে এবং দিনের বেলা প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ৫০০ মিটার ব্যাসের মধ্যে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। ৮০০ ট্রাফিক পুলিশ অফিসার রাস্তায় তাদের মোটর সাইকেলে অতিরিক্ত হেলমেট বহন করছেন। প্রয়োজনে যেন তারা যে কোন পরীক্ষার্থীকে কেন্দ্রে দ্রুতবেগে পৌঁছে দিতে পারেন সেজন্য এই ব্যবস্থা। পরীক্ষা কেন্দ্রের কাছে কোন প্রকার হর্ন বাজানো চলবে না বলে আদেশ জারি করা হয়েছে।

কুইচৌর প্রাদেশিক রাজধানী কুইইয়াংয়ে ৫০০ ট্যাক্সি ও প্রাইভেট গাড়ি বিনামূল্যে কাওখাও পরীক্ষার্থীদের বহনের ঘোষণা দিয়েছে।

এমনি আরও অনেক ব্যবস্থা নেয়া হয়েছে সরকারী ও বেসরকারী পর্যায় থেকে। অভিভাবক, শিক্ষকদের পাশাপাশি সর্বস্তরের মানুষ পরীক্ষার্থীদের সহায়তায় নানা রকম পদক্ষেপ নিয়েছেন।

শান্তা/ সাজিদ