ওদের সাগরে ফেরা
2023-06-08 18:53:39

জুন ৮, সিএমজি বাংলা ডেস্ক: বৃহস্পতিবার ৮ জুন বিশ্ব মহাসাগর দিবস। এবারের থিম হলো প্ল্যানেট ওস্যান: টাইডস আর চেঞ্জিং’( গ্রহ মহাসাগর: জোয়ারের পরিবর্তন হচ্ছে)। সাগর ও মহাসাগরের জীব বৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় বিভিন্নভাবে কাজ চলছে চীনে। যেমন, সানশার সিশা দ্বীপপুঞ্জের ছিলিয়ান ইয়ু দ্বীপে চলছে সামুদ্রিক কচ্ছপ রক্ষার জন্য চেষ্টা। এই দ্বীপ হলো সাউথ চায়না সি বা দক্ষিণ চীন সাগরের একটি দ্বীপ যেখানে সামুদ্রিক কচ্ছপ বাসা বাঁধে। সামুদ্রিক কচ্ছপের সবচেয়ে ঘনবসতি রয়েছে এখানে। ২০১৫ সালে সানশায় প্রতিষ্ঠিত হয় সামুদ্রিক কচ্ছপ সুরক্ষা কেন্দ্র। 

সানশার সামুদ্রিক সুরক্ষা অঞ্চল ব্যবস্থাপনা ব্যুরোর ডেপুটি ডিরেক্টর লি ইউপেই বলেছেন, কেন্দ্রের কর্মীরা দ্বীপ এবং প্রাচীরগুলিতে টহল দিচ্ছেন যাতে এলাকাগুলি পরিষ্কার থাকে এবং কচ্ছপগুলি নিরাপদ থাকে। তিনি বলেন, "যদি আমরা একটি আহত কচ্ছপ খুঁজে পাই, আমরা এটিকে সুরক্ষা কেন্দ্রে নেই এবং চিকিৎসার ব্যবস্থা করি।”  

কখনও কখনও কর্মীরা সদ্য ফুটে থাকা বাচ্চা কচ্ছপ খুঁজে বের করেন।  পাথর এবং বালি দিয়ে তৈরি তাদের বাসা থেকে বের হওয়ার পক্ষে বাচ্চাগুলো খুব দুর্বল। কর্মীরা বাচ্চাদের উদ্ধার করেন এবং তাদের যত্ন নেন। বন্য প্রকৃতিতে এগুলো নিজে নিজে বেঁচে থাকার জন্য সক্ষম হলে তাদের সমুদ্রে ছেড়ে দেওয়া হয়।

একজন কর্মী হুয়াং ছেং। তিনি ২০১৫ সাল থেকে সামুদ্রিক কচ্ছপদের সুরক্ষায় কাজ করছেন। তিনি বলেন, ‘আমি যতদিন সম্ভব এইসব সামুদ্রিক কচ্ছপের দেখাশোনা করতে চাই।’

সম্প্রতি বেশ কয়েকটি সামুদ্রিক কচ্ছপকে সমুদ্রে অবমুক্ত করা হয়েছে। ওরা ফিরে গেছে তাদের মহাসাগরের আবাসে।

শান্তা/ হাশিম