মরুকরণ রোধে অব্যাহত প্রচেষ্টার আহ্বান প্রেসিডেন্ট সি’র
2023-06-07 21:06:43

জুন ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টি (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিনপিং মরুকরণ মোকাবেলায় নতুন নজীর স্থাপনের জন্য নিরন্তর প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।

চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি, উত্তর চীনের ইনার-মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের বায়ান্নুর শহরে সোমবার থেকে মঙ্গলবার সফরকালে এ মন্তব্য করেন।

সি মরুকরণের ব্যাপক প্রতিরোধ ও নিয়ন্ত্রণ জোরদারকরণ এবং উত্তর চীনে একটি পরিবেশগত নিরাপত্তা বেস্টনি হিসাবে টিএসএফপিসহ গুরুত্বপূর্ণ বাস্তুসংস্থান প্রকল্প নির্মাণের প্রচারের বিষয়ে বায়ান্নুর শহরে মঙ্গলবার একটি সিম্পোজিয়ামে সভাপতিত্ব করেন।

সেখানে ভাষণে সি বলেন, ৪০ বছরেরও বেশি সময় ধরে অবিরাম প্রচেষ্টার পর, চীন মরুকরণ রোধ ও নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, বালির ঝড় এবং মাটি ক্ষয়ের ঝুঁকি কার্যকরভাবে রোধ করা হয়েছে।

সি উত্তর চীনে একটি সম্পূর্ণ কার্যকরী ও অটুট সবুজ গ্রেটওয়াল এবং পরিবেশগত নিরাপত্তা বেস্টনি হিসাবে টিএসএফপি নির্মাণের জন্য গোটা দশককে কাজে লাগাতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ২০২১ থেকে ২০৩০ সাল পর্যন্ত সময়কাল টিএসএফপি’র ষষ্ঠ পর্বের নির্মাণকাল, যা মরুকরণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের অর্জনকে একীভূত ও সম্প্রসারণের জন্য তাৎপর্যপূর্ণ।

সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটিক্যাল ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ কার্যালয়ের পরিচালক ছাই সি প্রেসিডেন্ট সি’র সঙ্গে সফরে আসেন এবং সিম্পোজিয়ামে যোগ দেন।

হাশিম/শান্তা

তথ্য ও ছবি: সিনহুয়া