থিয়ানচৌ-৫ কার্গো-ক্রাফট পুনরায় ভিড়েছে চীনের মহাকাশ স্টেশনে
2023-06-06 16:28:52

জুন ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কার্গো মহাকাশযান থিয়ানচৌ-৫ কক্ষপথে ৩৩ দিনের স্বাধীন পরিভ্রমণের পর মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে পুনরায় ডক করেছে।

চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ) জানিয়েছে, কার্গো ক্রাফটটি মঙ্গলবার বেইজিং সময় ভোর ৩:১০টায় মহাকাশ স্টেশনে ভিড়েছে।

মহাকাশ স্টেশনে সরবরাহ, প্রপেলান্ট এবং পরীক্ষার সুবিধা দিতে কার্গো ক্রাফটটি গত বছরের ১২ নভেম্বরে উৎক্ষেপণ করা হয়। থিয়ানচৌ-৬কে জায়গা ছেড়ে দিতে ৫ মে এটি মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়।

সিএমএসএ’র তথ্য অনুসারে, বর্তমানে স্পেস স্টেশন কমপ্লেক্সটি ভাল অবস্থায় রয়েছে, এবং পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন কাজ চলতে থাকবে।

হাশিম/সাজিদ

তথ্য ও ছবি: সিনহুয়া/সিসিটিভি