চীনের ৬০ ভাগ অর্থনৈতিক খাতে ব্যবহার হচ্ছে ফাইভ জি প্রযুক্তি
2023-06-06 17:26:30

জুন ৬, সিএমজি বাংলা ডেস্ক: বিগত চার বছর ধরে বাণিজ্যিক ব্যবহারের পর সর্বশেষ তথ্য অনুযায়ী চীনের ফাইভ জি প্রযুক্তি দেশের প্রধান অর্থনৈতিক খাতের প্রায় ৬০ ভাগে যুক্ত হয়েছে। 

সম্প্রতি চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এই তথ্য জানায়। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফাইভ জি প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহারের জন্য চীনের টেলিকম কর্তৃপক্ষ সর্বপ্রথম লাইসেন্স পাস করে ২০১৯ এর জুনে।

গত চার বছরে চীনজুড়ে ২.৭৩ বিলিয়নের উপর ফাইভ জি স্টেশন নির্মাণ হয়েছে। পাশাপাশি চলতি বছরের এপ্রিলের শেষদিকের হিসাব অনুযায়ী দেশজুড়ে ৬৩৪ মিলিয়ন ফাইভ জি মোবাইল নেটওয়ার্ক ব্যবহারকারী আছেন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চীন এখন বিশ্বের বৃহত্তম ফাইভ জি নেটওয়ার্কের দাবিদার।

সূত্র অনুযায়ী, ইতোমধ্যেই চীনের ৯৭টি প্রধান অর্থনৈতিক খাতের ৬০টিতেই ফাইভ জি প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

মামুন/সাজিদ

তথ্য ও ছবি: সিসিটিভি প্লাস