সবুজ পরিবর্তনে চীন এখন বিশ্বনেতা: সাবেক জাতিসংঘ কর্মকর্তা
2023-06-06 16:26:56

জুন ৬, সিএমজি বাংলা ডেস্ক: জাতিসংঘের পরিবেশ কর্মসূচির প্রাক্তন প্রধান এরিক সোলহেইম বলেছেন, কিছু পশ্চিমা মিডিয়া জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে চীন ন্যায্য অবদান রাখছে না বলে অযৌক্তিক সমালোচনা করছে। তিনি জোর দিয়ে বলেন, প্রকৃতপক্ষে, সবুজ পরিবর্তনে চীন এখন বিশ্বনেতা। 

চীনা গণমাধ্যমকে সম্প্রতি দেওয়া একান্ত সাক্ষাৎকার সাবেক এই জাতিসংঘ কর্মকর্তা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মাথাপিছু কার্বন নির্গমন চীনের তুলনায় আট গুণ এবং ভারতের তুলনায় ২৫ গুণ বেশি। কিন্তু পশ্চিমা মিডিয়া চীন ও ভারতকে এমনভাবে সমালোচনা করে যেন তারাই শুধু কার্বন নির্গমনের জন্য দায়ী।

সোলহেইম বলেন, এটি সম্পূর্ণ পাগলামি যে, পশ্চিমা মিডিয়া চীন সম্পর্কে সমালোচনা করা যেতে পারে এমন বিষয় খুঁজে বেড়ায়।

চীন জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য যথেষ্ট কাজ করছে না- কিছু পশ্চিমা মিডিয়ার এ অন্যায্য দাবি খারিজ করে সোলহেইম বলেন, তিনি মনে করেন নবায়নযোগ্য শক্তি এবং বৈদ্যুতিক গাড়ির প্রয়োগে চীন এখন সবুজ পরিবর্তনের ক্ষেত্রে বিশ্বনেতা।

তিনি যুক্তি দেখিয়ে বলেন, ‘পনের বছর আগে, বেইজিং বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে একটি ছিল। কিন্তু এখন এটি একটি খুব পরিষ্কার শহর’।

কম কার্বন নিঃসরণে চীন অন্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি দৃঢ়তার সাথে কাজ করছে বলেও জোরের সঙ্গে জানান সাবেক এই জাতিসংঘ কর্মকর্তা।

হাশিম/শান্তা

তথ্য ও ছবি: চায়না ডেইলি।