ডিজিটাল অর্থনীতির উন্নয়নে বিশ্বে শীর্ষ ১০ দেশের তালিকায় চীন
2023-06-06 17:27:37

জুন ৫, সিএমজি বাংলা ডেস্ক: ডিজিটাল অর্থনীতির বিকাশের জন্য চীনের বাজার সুবিধা রয়েছে এবং যুক্তরাষ্ট্রের পরেই চীন ডিজিটাল বাজারের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। সম্প্রতি প্রকাশিত গ্লোবাল ডিজিটাল ইকোনমি ডেভেলপমেন্ট ইনডেক্স রিপোর্ট ২০২৩-এ এ কথা বলা হয়েছে।

প্রযুক্তি, অবকাঠামো, বাজার এবং শাসন- এ চারটি ক্ষেত্রে টিআইএমজি-সূচকে ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনৈতিক উন্নয়নের তথ্য বিশ্লেষণ এবং তুলনা করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং সিঙ্গাপুরের পরে চীন ডিজিটাল অবকাঠামোতে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে। সামগ্রিকভাবে টিআইএমজি সূচক তালিকায় অষ্টম স্থান দখল করেছে চীন।

সার্বিক বিচারে শীর্ষ দশে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো, তৃতীয় যুক্তরাজ্য, চতুর্থ জার্মানি, পঞ্চম নেদারল্যান্ড, ষষ্ঠ জাপান, ৭ম ফ্রান্স, নবম সুইজারল্যান্ড এবং দশম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া।

হাশিম/শান্তা

তথ্য ও ছবি: চায়না ডেইলি।