চোং কুয়ান ছুন ফোরামকে প্রেসিডেন্ট সি’র অভিনন্দন
2023-05-26 11:23:40

মে ২৬: গতকাল (বৃহস্পতিবার) চোং কুয়ান ছুন ফোরাম বেইজিংয়ে শুরু হয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এ ফোরামে একটি অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।

বার্তায় প্রেসিডেন্ট সি  বলেন, বর্তমান বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিপ্লব এবং শিল্প রূপান্তর সুদৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। তাই এখন উন্নয়ন সমস্যা সমাধানে মানবজাতির সহযোগিতা, উন্মুক্ততা ও শেয়ারিং আগের যে কোনো সময়ের চেয়ে আরও বেশি প্রয়োজন।

তিনি বলেন, চীন দৃঢ়ভাবে কল্যাণমূলক উন্মুক্তকরণ নীতিতে অবিচল রয়েছে। বিশ্বের সঙ্গে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন ত্বরান্বিত করে সব দেশের জনগণের জন্য কল্যাণ সৃষ্টির প্রত্যাশা করে চীন।

তিনি বলেন, বেইজিংয়ের উচিত শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি সুবিধা ব্যবহার করে যৌথভাবে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন এবং প্রযুক্তি পার্কের প্রতিষ্ঠাকে বেগবান করা। সেসঙ্গে আধুনিক প্রযুক্তিগত উদ্ভাবন ও উচ্চ প্রযুক্তি শিল্পের উন্নয়নেও অগ্রণী ভূমিকা পালনের চেষ্টা করা।

চোং কুয়ান ছুন ফোরাম হল চীনের বিশ্বমুখী বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন বিনিময় ও সহযোগিতার জাতীয় প্ল্যাটফর্ম। ‘উন্মুক্ত সহযোগিতা, ভাগাভাগি ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে ধারণ করে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, জাতীয় উন্নয়ন ও সংস্কার বিভাগ, শিল্প ও তথ্যায়ন বিভাগসহ ৮টি বিভাগ ও সংস্থা যৌথভাবে আয়োজন করেছে এবারের ফোরাম। 

(তুহিনা/এনাম/শুয়েই)