হুপেই প্রদেশের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট সি
2023-05-12 20:05:16

মে ১২, সিএমজি বাংলা ডেস্ক: বেইজিং-থিয়ানচিন-হুপেই অঞ্চলের সমন্বিত উন্নয়ন এগিয়ে নেওয়ার অংশ হিসেবে এসব এলাকা পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট সি। বৃহস্পতিবার তিনি উত্তর চীনের হুপেই প্রদেশের ছাংচৌ সিটির বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

চায়না কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির এই সাধারণ সম্পাদক ছাংচৌ সিটির গমের ক্ষেতগুলো ঘুরে দেখেন। খরাসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে টিকে থাকবে এমন প্রজাতির গম সম্পর্কে ধারণা নেন তিনি। এছাড়াও একটি কয়লা টার্মিনাল পরিদর্শন করেন প্রেসিডেন্ট সি।

সম্প্রতি হুয়াংহুয়া বন্দরের এই কয়লা টার্মিনালের পরিচতি ছড়িয়ে পড়ে চীনজুড়ে।  চীনা প্রেসিডেন্ট জানতে পারেন, ভালো অবদান রাখায় এই পোর্ট এরইমধ্যে কয়েকটি পদক পেয়েছে, যার মধ্যে অন্যতম হলো ‘এশিয়া প্যাসিফিক গ্রীন পোর্ট’এবং ‘চায়না এনভাইরনমেন্টাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’।

এইচআরএস/সাজিদ

তথ্য: সিজিটিএন