ওয়াং ই, সাবেক জাপানি প্রধানমন্ত্রীর বৈঠক
2023-04-01 15:34:34

এপ্রিল ১: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রবিষয়ক কমিশন কার্যালয়ের পরিচালক ওয়াং ই গতকাল (শুক্রবার) বেইজিংয়ে জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদার সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

 

ওয়াং ই বলেন, গত বছর ছিল চীন ও জাপানের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের ৫০তম বার্ষিকী। আর চলতি বছর হল চীন-জাপান শান্তি ও বন্ধুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের ৪৫তম বার্ষিকী। আশা করা যায়, দ্বিপক্ষীয় চারটি রাজনৈতিক দলিল অনুযায়ী, দ্বিপক্ষীয় সম্পর্ক সঠিক পথে ফিরিয়ে আনতে এবং পুনরুজ্জীবিত করতে ইতিবাচক সংকেত পাঠাতে পারবে জাপান। এবং জাপানের নানা মহলের ব্যক্তিরা চীন-জাপান সম্পর্কের উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করতে পারবেন।

 

ইয়াসুও ফুকুদা বলেন, জাপান ও চীনের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। আশা করা যায়, দু’পক্ষ উচ্চ পর্যায়ের যোগাযোগ বজায় রাখবে এবং সাংস্কৃতিক বিনিময় জোরদার করবে। পারস্পরিক বোঝাপড়া বাড়াবে এবং ভুল বোঝাবুঝি দূর করবে, যা এশিয়ার শান্তি ও উন্নয়নে অবদান রাখতে পারবে। (শিশির/এনাম/রুবি)