যুক্তরাষ্ট্র-ব্রিটেন-অস্ট্রেলিয়া ‘ত্রিপক্ষীয় নিরাপত্তা অংশীদারিত্ব’ কল্যাণকর নয়: চীনা মুখপাত্র
2023-03-31 20:37:53

মার্চ ৩১: যুক্তরাষ্ট্র-ব্রিটেন-অস্ট্রেলিয়া ‘ত্রিপক্ষীয় নিরাপত্তা অংশীদারিত্ব’ বিশ্বের জন্য কল্যাণকর নয়; চীন এর তীব্র বিরোধিতা করে। চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র থান খ্য ফেই গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, এই জোটের সম্ভাব্য কার্যকলাপ পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি বাড়াবে। সংশ্লিষ্ট চুক্তি অনুসারে, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র তৃতীয় দেশ অস্ট্রেলিয়ার কাছে পারমাণবিক শক্তিচালিত একাধিক সাবমেরিন ব্রিক্রি করবে। এ ধরনের ঘটনা ইতিহাসে আগে কখনও ঘটেনি।

মুখপাত্র বলেন, এই জোটের কার্যকলাপ এতদঞ্চলে অস্ত্র প্রতিযোগিতাকে উস্কে দেবে। একবার 'প্যান্ডোরার বাক্স' খোলা হলে, আঞ্চলিক কৌশলগত ভারসাম্য ভেঙ্গে যাবে, আঞ্চলিক জাতীয় নিরাপত্তা গুরুতরভাবে হুমকির মুখে পড়বে, এবং নতুন দফা অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে, যা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, এই জোটের কার্যকলাপ আঞ্চলিক উত্তেজনা বাড়াবে। পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন একটি পারমাণবিক অস্ত্রহীন দেশের হাতে পড়ার অর্থ পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে আন্তর্জাতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত হওয়া। এতে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব পড়বে। তাই, এই ক্ষুদ্র জোট নিয়ে এতদঞ্চলের দেশগুলো উদ্বিগ্ন। (ইয়াং/আলিম/ছাই)