হাইনানে ছিন কাংয়ের সাথে পাপুয়া নিউ গিনির পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
2023-03-30 16:44:43

মার্চ ৩০: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং, আজ (বৃহস্পতিবার) হাইনানে বোআও এশীয় ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করতে আসা, পাপুয়া নিউ গিনির পররাষ্ট্রমন্ত্রী জাস্টিন থাতচেনকোর সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে ছিন কাং বলেন, গেল বছর চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রীর মধ্যে সফল বৈঠক হয়, যা দু’দেশের সম্পর্কের উন্নয়নে নতুন চালিকাশক্তি যুগিয়েছে। দু’দেশের শীর্ষ নেতৃবৃন্দের পৌঁছানো মতৈক্য কাজে লাগিয়ে, পারস্পরিক সম্মান, সমতা, কল্যাণের ভিত্তিতে, পাপুয়া নিউ গিনির সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করতে চীন ইচ্ছুক। ‘এক-চীননীতি’তে অবিচল থাকায় দেশটির ভূয়সী প্রশংসাও করে বেইজিং।

এসময় পাপুয়া নিউ গিনির পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন তাঁর দেশের গুরুত্বপূর্ণ সহযোগী ও অংশীদার। তাই, দেশটি ‘এক-চীননীতি’ ও চীনের সঙ্গে সম্পর্ক গভীরতর করার নীতিতে অবিচল থাকবে। চীনের সঙ্গে আর্থ-বাণিজ্য, শিক্ষা ও মানবিক ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতা জোরদার করতে এবং  প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর ফোরামের কাঠামোতে দু’পক্ষের সহযোগিতাকে এগিয়ে নিতে তাঁর দেশ ইচ্ছুক বলেও জানান তিনি। (ওয়াং হাইমান/আলিম/ছাই)