‘তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা রক্ষার কাজে আগ্রহী তাইওয়ানবাসীর সংখ্যা ক্রমশ বাড়ছে’
2023-03-29 17:01:59

মার্চ ২৯: তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা রক্ষার কাজে আগ্রহী তাইওয়ানবাসীর সংখ্যা ক্রমশ বাড়ছে। তাঁরা তাইওয়ান প্রণালীর দু’তীরের সম্পর্ক উন্নয়নে কাজ করতে চান। আজ (বুধবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ানবিষয়ক কার্যালয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন মুখপাত্র চু ফেং লিয়ান।

মুখপাত্র বলেন, সম্প্রতি তাইওয়ানের কয়েকটি পার্টির সমাবেশ থেকে এটা স্পষ্ট যে, মিনচিন পার্টির বাইরেও তাইওয়ান প্রণালীতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার বিরোধিতা করার লোকজন আছেন। তাঁরা তাইওয়ান প্রণালীর দু’তীরের সম্পর্ক উন্নয়নে আগ্রহী। রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান কার্যালয় এর ভূয়সী প্রশংসা করে।

উল্লেখ্য, সম্প্রতি তাইওয়ান প্রণালীর দু’তীরের শান্তি ও উন্নয়ন ফোরামের উদ্যোগে, কয়েক ডজন রাজনৈতিক দল ও কমিউনিটি তথাকথিত ‘তাইওয়ানপন্থিদের’ বিরুদ্ধে সমাবেশ করে। এই সমাবেশে ৩ শতাধিক মানুষ অংশগ্রহণ করে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)