যুক্তরাষ্ট্রে ঔপনিবেশিকতা ও দাসত্বের ছায়া আজও রয়ে গেছে: চীনা মুখপাত্র
2023-03-28 17:10:23

মার্চ ২৮: যুক্তরাষ্ট্রে ঔপনিবেশিকতা ও দাসত্বের ছায়া এখনও রয়ে গেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করেন।

তিনি বলেন, ট্রান্সআটলান্টিক ক্রীতদাসবাণিজ্য মানব ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলোর মধ্যে একটি। পরিসংখ্যান অনুসারে, দেড় কোটিরও বেশি মানুষ এই ঐতিহাসিক ট্র্যাজেডির শিকার হয়েছিলেন।

মাও নিং বলেন, যুক্তরাষ্ট্রের ‘পুলিশ ভায়োলেন্স ম্যাপ’ ওয়েবসাইটের তথ্যানুসারে, ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটিতে পুলিশি হত্যাকাণ্ডের শিকার আফ্রিকান-আমেরিকানের সংখ্যা ছিল শ্বেতাঙ্গদের তুলনায় ২.৭৮ গুণ বেশি।

চীনা মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রকে আন্তরিকভাবে তার আন্তর্জাতিক মানবাধিকারের বাধ্যবাধকতা মেনে চলতে হবে, অভ্যন্তরীণ পদ্ধতিগত বর্ণবাদ ও জাতিগত বৈষম্য সমস্যার সমাধান করতে হবে, এবং অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

উল্লেখ্য, গত ২৫ মার্চ ছিল দাসত্বের শিকার ও ট্রান্সআটলান্টিক ক্রীতদাসদের জন্য আন্তর্জাতিক স্মরণ দিবস। (ইয়াং/আলিম/ছাই)