‘নর্ড স্ট্রিম’ বিস্ফোরণ নিয়ে জাতিসংঘের আন্তর্জাতিক তদন্তকাজকে সমর্থন করবে বেইজিং: চীনা প্রতিনিধি
2023-03-28 17:12:44

মার্চ ২৮: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী উপ-প্রতিনিধি কেং শুয়াং গতকাল (সোমবার) বলেছেন, নর্ড স্ট্রিম গ্যাস-পাইপলাইনের বিস্ফোরণের কারণ অনুসন্ধানে জাতিসংঘের যে-কোনো আন্তর্জাতিক তদন্তকাজকে তাঁর দেশ সমর্থন করবে।

চীনা প্রতিনিধি বলেন, পাইপলাইনে হামলা কেবল ইউরোপের স্বার্থ নষ্ট করেনি, বরং বৈশ্বিক আন্তঃদেশীয় অবকাঠামোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ সৃষ্টি করেছে। এ ঘটনার বাস্তব, ন্যায্য ও বিশেষজ্ঞ পর্যায়ের তদন্ত হওয়া জরুরি। এ ব্যাপারে জাতিসংঘের যে-কোনো উদ্যোগকে চীন সমর্থন করবে।

উল্লেখ্য, এদিন ‘নর্ড স্ট্রিম’ পাইপলাইনের বিস্ফোরণ নিয়ে রাশিয়াসহ কয়েকটি দেশের উত্থাপিত খসড়া প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাতিল হয়ে যায়। রাশিয়া, চীন ও ব্রাজিল প্রস্তাবের পক্ষে ভোট দেয়। (ওয়াং হাইমান/আলিম/ছাই)