চীনের সুবিধাজনক আর্থিক নীতি কাজে লাগিয়ে উন্নয়ন-পরিবেশ আরও উন্নত করতে হবে: চীনা অর্থমন্ত্রী
2023-03-27 16:56:19

মার্চ ২৭: চলতি বছর, চীনের সুবিধাজনক আর্থিক নীতিমালা কাজে লাগিয়ে, উন্নয়নের পরিবেশ আরও উন্নত করতে হবে; বেসরকারি ও বিদেশি বিনিয়োগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানসহ সকল শিল্পপ্রতিষ্ঠানকে সমান সুযোগ দিতে হবে। চীনা অর্থমন্ত্রী লিউ খুন গতকাল (রোববার) বেইজিংয়ে আয়োজিত ‘চীনের উন্নয়ন ফোরাম, ২০২৩’-এর বার্ষিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো নয়। চীনা অর্থনীতি বিভিন্ন রকমের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এ অবস্থায়, চীনের আর্থিক নীতি কীভাবে শিল্পপ্রতিষ্ঠানগুলোর জীবনীশক্তিকে উদ্দীপত করতে পারে, তা দেখতে হবে এবং এর ওপর গুরুত্ব দিতে হবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)