ইসরায়েল-ইউএই অবাধ বাণিজ্য চুক্তি কার্যকর
2023-03-27 11:08:49

মার্চ ২৭: গতকাল (রোববার) ইসরাইলের তথ্য কার্যালয় এক বিবৃতিতে জানায়, এদিন সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরাইল একটি ‘শুল্ক চুক্তি’ স্বাক্ষর করেছে। এতে গত বছর দু’দেশের স্বাক্ষরিত অবাধ বাণিজ্য চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।

বিবৃতিতে বলা হয়, অবাধ বাণিজ্য চুক্তি দু’দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদারের প্রধান চালিকাশক্তিতে পরিণত হবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করবে।

চুক্তিটি কার্যকর হবার পর, দু’দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে ৯৬ শতাংশ পণ্যে শুল্কছাড় বা শুল্কহ্রাস করা হবে। ইসরায়েলি কোম্পানি আরব আমিরাত সরকারে সরাসরি দরপত্র দিতে পারবে। এতে দ্বিপক্ষীয় বাণিজ্য ব্যাপকভাবে বাড়বে, ইসরায়েলি বাজারে আরও কর্মসংস্থান তৈরি হবে এবং ইসরাইলি মানুষদের জীবনযাপনের ব্যয় হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে।

(প্রেমা/তৌহিদ/শুয়েই)