বেইজিংয়ে ওয়াং ই’র সঙ্গে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
2023-03-25 16:25:29

মার্চ ২৫: নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানাইয়া মাহুতা গতকাল (শুক্রবার) বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও বৈদেশিক কার্যালয়ের পরিচালক ওয়াং ই’র সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে ওয়াং ই বলেন, নিউজিল্যান্ড হচ্ছে চীনের গুরুত্বপূর্ণ সহযোগী ও অংশীদার। দু’দেশের সম্পর্ক স্থিতিশীল ও পারস্পরিক আস্থায় পূর্ণ। এখন, দ্বিপক্ষীয় আস্থা আরও বাড়াতে এবং বিভিন্ন খাতে সহযোগিতাকে নতুন পর্যায়ে উন্নীত করতে কাজ করতে হবে।

জবাবে নানাইয়া মাহুতা বলেন, তাঁর দেশ চীনের সঙ্গে উচ্চমানের যোগাযোগ বজায় রাখতে এবং বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা বাড়াতে ইচ্ছুক। (ছাই/আলিম)