চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের বিষয়ে উচ্চ প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
2023-03-24 18:10:36

মার্চ ২৪: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গত বুধবার পাকিস্তানের দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশের থার অঞ্চলে অনুষ্ঠিত ‘থার কয়লা ক্ষেত্রের ব্লক-১’এর কয়লাবিদ্যুত্ একীকরণ প্রকল্পের অনুষ্ঠানে ‘চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের’ দারুণ প্রশংসা করেছেন।

জনাব শাহবাজ চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্প নির্মাণে চীনের সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, প্রকল্পের বিদ্যুত্কেন্দ্রের উত্পাদিত বিদ্যুত্ পাকিস্তানের সব অঞ্চলে পাঠানো হবে। যা পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নের শক্তি ও সমৃদ্ধি যোগাবে।

 

পাকিস্তানে নিযুক্ত চীনা দূতাবাসের অস্থায়ী রাষ্ট্রদূত ভাং ছুন সুয়েই বলেন, এ বছর ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ উত্থাপনের দশম বার্ষিকী এবং ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের গুরুত্বপূর্ণ পাইলট প্রকল্প ‘চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পের দশম বার্ষিকী। করিডোরটি পাকিস্তানের শিল্পায়ন, আধুনিকীকরণ এবং আন্তসংযোগের জন্য একটি ভাল ভিত্তি স্থাপন করেছে।

(জিনিয়া/তৌহিদ/আকাশ)