চীনের সিশা দ্বীপপুঞ্জের জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজ, হুঁশিয়ার করলো চীন
2023-03-23 19:05:00

মার্চ ২৩: আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেছেন, যুক্তরাষ্ট্রের ‘মিলিয়াস’ যুদ্ধজাহাজ চীন সরকারের অনুমতি ছাড়াই চীনের সিশা দ্বীপপুঞ্জের জলসীমায় প্রবেশ করেছে, যা চীনের সার্বভৌমত্বের লঙ্ঘন। এ আচরণ চীনের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে এবং জলসীমার শান্তি লঙ্ঘন করেছে। চীনের গণ-মুক্তিফৌজের সাউদার্ন থিয়েটার কমান্ড আইন অনুযায়ী তাদের সতর্ক করে দিয়েছে।

 

মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করা। চীন জাতীয় সার্বভৌমত্ব দৃঢ়ভাবে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখবে।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)