জানুয়ারি-ফেব্রুয়ারিতে চীনের নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা বেড়েছে
2023-03-22 20:49:28


মার্চ ২২, সিএমজি বাংলা ডেস্ক: চীনের নবায়নযোগ্য জ্বালানি সক্ষমতা চলতি বছরের প্রথম দুই মাসে বড় আকারে বেড়েছে। মঙ্গলবার দেশের জাতীয় জ্বালানি প্রশাসন এ কথা জানিয়েছে।

ফেব্রুয়ারির শেষ নাগাদ, বায়ু বিদ্যুত সক্ষমতা ১১ শতাংশ বেড়ে প্রায় ৩৭০ মিলিয়ন কিলোওয়াটে উন্নীত হয়েছে, যেখানে সৌর বিদ্যুতের ক্ষমতা প্রায় ৪১০ মিলিয়ন কিলোওয়াটে দাঁড়িয়েছে। আগের বছরের চেয়ে তা ৩০.৮ শতাংশ বেশি।

ফেব্রুয়ারির শেষ নাগাদ চীনের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৮.৫ শাতাংশ বেড়ে প্রায় ২.৬ বিলিয়ন কিলোওয়াট হয়েছে।  

সবুজ উন্নয়নের জন্য চীন বছরের পর বছর ধরে নবায়নযোগ্য শক্তি খাতে বিনিয়োগ বাড়িয়েছে। বছরের প্রথম দুই মাসে, সৌর শক্তিতে চীনের প্রধান শক্তি সংস্থাগুলোর মোট বিনিয়োগ এক বছর আগের তুলনায় প্রায় তিনগুণ বেড়ে ২৮.৩ বিলিয়ন ইউয়ান (প্রায় ৪.১২ বিলিয়ন ইউএস ডলার) হয়েছে।

হাশিম/শান্তা

তথ্য ও ছবি: সিনহুয়া