চীনের কয়লা-সমৃদ্ধ প্রদেশ শানসি ২০২৩ সালে উৎপাদন বাড়াচ্ছে
2023-03-22 21:00:25

মার্চ ২২, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর চীনের কয়লা-সমৃদ্ধ প্রদেশ শানসি গত বছরের ৮.৭ শতাংশ প্রবৃদ্ধির পরে এ বছর তার কয়লা উৎপাদন আরও বাড়াচ্ছে।

প্রদেশটি ২০২২ সালে ১.৩১ বিলিয়ন টন কয়লা উৎপাদনের বিপরীতে চলতি বছর ১.৩৭ বিলিয়ন টন কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

প্রাদেশিক পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুসারে, ২০২৩ সালের প্রথম দুই মাসে, প্রদেশের কয়লা উৎপাদন ২১৫ মিলিয়ন টনে পৌঁছেছে যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০.৪ শতাংশ বেশি। এ সময়ে দেশের কয়লা উৎপাদনের ২৯ শতাংশই হয়েছে এ প্রদেশে।

২০২২ সালে প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের জারি করা একটি অফিসিয়াল রিপোর্টের তথ্য অনুযায়ী চীনে ২০৭.৯ বিলিয়ন টন কয়লার রিজার্ভ রয়েছে। আর দেশের সবচেয়ে বেশি ২৩ শতাংশের মজুদ রয়েছে শানসিতে।  

হাশিম/সাজিদ