চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘২০২২ সালে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক অবস্থা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে
2023-03-20 16:10:55

মার্চ ২০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট আজ (সোমবার) ‘২০২২ সালে যুক্তরাষ্ট্রের  গণতান্ত্রিক অবস্থা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বিপুল পরিমাণ বাস্তব তথ্য এবং মিডিয়া ও বিশেষজ্ঞ মতামত দিয়ে গেল বছর মার্কিন গণতন্ত্রের সঠিক অবস্থা পর্যালোচনা করা হয়েছে।

রিপোর্টে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গণতন্ত্রের বিশৃঙ্খল অবস্থা এবং সারা বিশ্বে নিজের গণতন্ত্র ব্যবস্থা চাপিয়ে দেওয়ায় সৃষ্ট হাঙ্গামা ও দুর্যোগ প্রকাশ করা হয়েছে। এতে সবাই আরো স্পষ্টভাবে মার্কিন গণতন্ত্রের বাস্তব অবস্থা জানতে পারবে।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে যুক্তরাষ্ট্র জাল গণতন্ত্র, অকার্যকর রাজনীতি, বিশৃঙ্খল সামাজিক অবস্থার দুষ্টচক্রে পড়ে গেছে। আর্থিক রাজনীতি, স্বজনপ্রীতির রাজনীতি, ধনী-দরিদ্রের ব্যবধান- সমস্যাগুলো আরো বাড়ছে। মার্কিন গণতন্ত্রের নেতিবাচক প্রভাব সমাজ ও রাজনীতিতে দেখা যায়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র বর্তমানে নিজের গণতান্ত্রিক অবস্থার বিভিন্ন সমস্যা ও সংকট উপেক্ষা করে একরোখাভাবে মনে করছে যে, মার্কিন গণতন্ত্র হল বিশ্বের দৃষ্টান্ত। এমন দম্ভোক্তি সারা বিশ্বকে ক্ষতিগ্রস্ত করছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গণতন্ত্র হল গোটা মানবজাতির অভিন্ন মূল্যবোধ। তবে, বিশ্বের সব দেশের জন্য উপযোগী একক রাজনৈতিক ব্যবস্থা নেই। একটি দেশের গণতন্ত্র, গণতন্ত্র বাস্তবায়নের পদ্ধতি ইত্যাদি সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট দেশের মানুষ। অন্য কেউ নয়।

প্রতিবেদনে আরো বলা হয়, বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি প্রয়োজন, গণতন্ত্রের নামে বিচ্ছিন্নতা সৃষ্টি না করে জাতিসংঘ সনদের ভিত্তিতে ঐক্য ও সহযোগিতা জোরদার করা এবং প্রকৃত বহুপক্ষবাদ মেনে চলা। গণতন্ত্রের অজুহাতে অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না-করে যৌথভাবে আন্তর্জাতিক সম্পর্কের গণতন্ত্রীকরণ জোরদার করা উচিত।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)