নর্ড স্ট্রিম পাইপলাইন বিস্ফোরণের তদন্ত-প্রক্রিয়া দ্রুততর হওয়া উচিত: চীনা মুখপাত্র
2023-03-16 14:35:10

মার্চ ১৬: গতকাল (বুধবার) নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণসংক্রান্ত এক প্রশ্নের উত্তরে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বলেন, বিষয়টি ন্যায়সঙ্গত ও পেশাদারি মনোভাব নিয়ে তদন্ত করা এবং দায়ী পক্ষকে এর দায় নিতে বাধ্য করা জরুরি। এ ক্ষেত্রে তদন্ত-প্রক্রিয়া দ্রুততর হওয়া দরকার।

বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ওয়াং ওয়েন পিন আরও বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত আন্তর্জাতিক সমাজের প্রশ্নের উত্তর দেওয়া এবং উদ্বেগকে আমলে নেওয়া। চীন যে-কোনো আন্তর্জাতিক বিতর্কিত ইস্যুতে জাতিসংঘের মধ্যস্ততাকারীর ভূমিকাকে সমর্থন করে বলেও মুখপাত্র উল্লেখ করেন।

উল্লেখ্য, সম্প্রতি বেশকিছু পশ্চিমা তথ্যমাধ্যম মার্কিন গোয়েন্দা বিভাগের বরাত দিয়ে জানায়, বিস্ফোরণটি একটি ইউক্রেনপন্থী গ্রুপের কাজ। এদিকে, রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে, নর্ড স্ট্রিম পাইপলাইন বিধ্বস্ত হওয়ার বিষয় তদন্ত করতে, একটি আন্তর্জাতিক তদন্ত-কমিটি গঠনের আহ্বান জানিয়েছে। (প্রেমা/আলিম/ছাই)