“যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার দেওয়া ‘পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি’ মেনে চলার প্রতিশ্রুতি স্রেফ প্রতারণা”
2023-03-16 15:14:42

মার্চ ১৬: যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার দেওয়া ‘পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি’ মেনে চলার তথাকথিত প্রতিশ্রুতি নিখাঁদ প্রতারণা ছাড়া আর কিছুই নয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গতকাল (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

মুখপাত্র বলেন, অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রকারান্তরে একটি পারমাণবিক অস্ত্রমুক্ত রাষ্ট্রকে অস্ত্র-গ্রেডের সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বর্তমান তত্ত্বাবধানব্যবস্থা পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন বিক্রির প্রক্রিয়া কার্যকরভাবে তত্ত্বাবধান করতে পারবে না এবং অস্ট্রেলিয়া সংশ্লিষ্ট উপকরণ ব্যবহার করে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না—এমন নিশ্চয়তাও নেই। আসলে, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নিয়ে ত্রিপক্ষীয় চুক্তি ‘পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি’-র সুস্পষ্ট লঙ্ঘন।  

মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার উচিত ‘পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি’ মেনে চলা এবং পরমাণু শক্তি সংস্থার কর্তৃত্ব ও কার্যকারিতা নষ্ট করতে পারে—এমন আচরণ থেকে বিরত থাকা।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন খাতে সহযোগিতা কর্মসূচি প্রকাশ করে এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি মেনে চলার প্রতিশ্রুতি দেয়। 

(তুহিনা/আলিম/রুবি)