কৃষ্ণসাগরে মার্কিন ড্রোন বিধ্বস্ত হওয়া প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীদ্বয়ের ফোনালাপ
2023-03-16 14:32:42

মার্চ ১৬: গতকাল (বুধবার) রুশ প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড জেমস অস্টিনের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়। তাঁরা কৃষ্ণসাগরে মার্কিন ড্রোন বিধ্বস্ত হওয়া প্রসঙ্গে মতবিনিময় করেন বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট সূত্রে জানা গেছে।

ফোনালাপে শোইগু বলেন, ক্রাইমিয়ার কাছাকাছি অঞ্চলে মার্কিন ড্রোনের আনাগোনা উস্কানিমূলক। তা ছাড়া, ড্রোনটি নিজে নিজেই সাগরে পড়েছে, রুশ যুদ্ধবিমানের এর সাথে কোনো সংশ্লিষ্টতা নেই। উস্কানিমূলক যে-কোনো আচরণের উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

উল্লেখ্য, ১৪ মার্চ রাতে ক্রাইমিয়ার কাছাকাছি কৃষ্ণসাগরের আকাশে, একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে রুশ বিমানবাহিনী। পরে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে সাগরে পতিত হয়। তবে মার্কিন পক্ষের দাবি, ড্রোনটি রাশিয়ার একটি সু-২৭ জঙ্গিবিমানের ধাক্কায় সাগরে পতিত হয়। (সুবর্ণা/আলিম/রুবি)