আরও বেশি বিদেশি বিনিয়োগ টানতে ব্যবস্থা নেবে চীন
2023-03-16 19:02:22

মার্চ ১৬: চীনের গণসম্পর্ক সমিতি ও বিদেশি বিনিয়োগ সমিতির যৌথ উদ্যোগে আজ (বৃহস্পতিবার) চলতি বছরের ‘দুই অধিবেশন’ সম্পর্কে বেইজিংয়ে একটি প্রেস ব্রিফিং আয়োজিত হয়েছে।

 

তাতে বলা হয়, চীনের নতুন সুযোগ নিয়ে দেশি-বিদেশি প্রতিষ্ঠান ও ব্যক্তিগণের সঙ্গে আলোচনায় বসেছেন চীনের কর্মকর্তাগণ। এসব বৈঠকে চলতি বছর চীনের সরকারি কর্মপ্রতিবেদনে বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও ব্যবহার জোরদার, বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য সমতাসম্পন্ন প্রতিদ্বন্দ্বিতা সুযোগ সৃষ্টির পরিবেশ তৈরিসহ নানা বিষয় তুলে ধরা হয়েছে।

 

এ প্রসঙ্গে চীনের বাণিজ্য উপমন্ত্রী শেং ছিউ পিং বলেন, বিনিয়োগ জোরদার, পরিষেবার উন্নয়ন, উন্মুক্ততা বাড়ানো এবং পরিবেশ সুষ্ঠু করাসহ নানা ক্ষেত্রে কাজ করবে চীন, যাতে মানসম্মত বিনিয়োগ চীনে ধরে রাখা এবং আরও গুণগত মানসম্পন্ন বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করা যায়।

 

চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের নীতি গবেষণালয়ের উপ-মহাপরিচালক মেং ওয়েই বলেন, চীন দৃঢ়ভাবে সংস্কার ও উন্মুক্তকরণে অবিচল থাকবে। গুরুত্বপূর্ণ ক্ষেত্র ও নির্ণায়ক প্রক্রিয়ায় সংস্কার গভীর এবং উচ্চমানের উন্মুক্তকরণ সম্প্রসারণ করবে চীন।

 

(রুবি/এনাম/শিশির)