আধুনিকায়নের চূড়ান্ত লক্ষ্য হলো মানুষের স্বাধীন ও সার্বিক উন্নয়ন: সি চিন পিং
2023-03-15 22:22:56


মার্চ ১৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বুধবার) বেইজিংয়ে সিপিসি ও বিশ্বের রাজনৈতিক দলসমূহের  উচ্চ পর্যায়ের এক সংলাপে  ভিডিও লিংকের মাধ্যমে ভাষণ দিয়েছেন। 


ভাষণে সি চিন পিং বলেন, আধুনিকায়নের চূড়ান্ত লক্ষ্য হলো মানুষের স্বাধীন ও সার্বিক উন্নয়ন সাধন করা। রাজনৈতিক দলের উচিত সুন্দর জীবনের প্রতি মানুষের সদিচ্ছাকে কেন্দ্র করে সভ্যতার অগ্রগতির প্রতি তাদের প্রত্যাশা পূরণ করা এবং পরিচ্ছন্ন রাজনীতি, সমৃদ্ধ মানসিকতা, স্থিতিশীল সমাজ এবং স্নিগ্ধ পরিবেশ গঠন করা, যাতে আধুনিকায়নের মাধ্যমে মানুষের বিভিন্ন ক্ষেত্র ও বহু স্তরের চাহিদা মেটানো, বর্তমান প্রজন্মের মানুষের কল্যাণ অর্জনের পাশাপাশি পরবর্তী প্রজন্মের স্বার্থ রক্ষা এবং মানব জাতির টেকসই উন্নয়ন সাধন করা যায়।  


(রুবি/এনাম/শিশির)