২০২১ সালে যুক্তরাষ্ট্রে ‘ঘৃণাজনিত’ অপরাধ বেড়েছে ১১.৬ শতাংশ
2023-03-14 16:00:59

মার্চ ১৪: যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনসের গতকাল (সোমবার) প্রকাশিত উপাত্ত অনুযায়ী, ২০২১ সালে সেদেশে ‘ঘৃণাজনিত’ অপরাধের সংখ্যা ছিল ৯০৬৫টি। তা ২০২০ সালের তুলনায় ১১.৬ শতাংশ বেশি।

এসব অপরাধের শিকারদের ৬৪.৫ শতাংশই জাতিগত বা বংশগত পক্ষপাতিত্বের কারণে লক্ষ্যে পরিণত হয়েছে। তা ছাড়া, ১৫.৯ শতাংশ ও ১৪.১ শতাংশ মানুষ তাদের লিঙ্গ পরিচয় বা ধর্মীয় পক্ষপাতিত্বের কারণে হামলার শিকার হয়েছে।

 

‘ঘৃণাজনিত’ অপরাধের মধ্যে ৪৩.১ শতাংশ ছিল ভীতি প্রদর্শন,  ৩৫.৩ শতাংশ ছিল সাধারণ আক্রমণ এবং ২০.১ শতাংশ ছিল গুরুতর আক্রমণ। (শিশির/এনাম/রুবি)