চীনের উদ্যোগ ও ধারণার উচ্ছ্বসিত প্রশংসা সারা বিশ্বের
2023-03-13 17:04:04

মার্চ ১৩: আন্তর্জাতিক সমাজ চীনা নেতৃবৃন্দের উত্থাপিত উদ্যোগ এবং ধারণার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তারা আরও বলেছেন যে চীনের উচ্চমানের উন্নয়নকে এগিয়ে নেয়ার উদ্যোগগুলো বৈশ্বিক সহযোগিতা ও উন্নয়নের জন্য নতুন সুযোগ বয়ে আনবে।

 

থাইল্যান্ডের থাইল্যান্ড-চীন ‘এক অঞ্চল এক পথ উদ্যোগ’ বিষয়ক গবেষণালয়ের প্রধান উইরুন ফিচাইওংভাকদি বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের যে উচ্চ মানের উন্নয়নের উদ্যোগ পেশ করেছেন- তা বিশ্বের সামনে সুযোগ এনে দিয়েছে। তিনি ‘এক অঞ্চলে এক পথ উদ্যোগ’, ‘বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ’ এবং ‘মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনে’র ধারণাগুলোকে সৃজনশীলভাবে উপস্থাপন করেছেন। তিনি যৌথ আলোচনা, নির্মাণ ও সমন্বিত অর্জনের ধারণা দিয়ে বৈশ্বিক প্রশাসন বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন। তার এসব ধারণা আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পেয়েছে। প্রেসিডেন্ট সি’র কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং অসামান্য ক্ষমতা বিশ্বের কাছে চিত্তাকর্ষক বলে প্রমাণিত হয়েছে।

 

আলজেরিয়ার ‘স্বাধীন যুবক’ পত্রিকার প্রধান সম্পাদক কামেল মানসারি বলেন, চীন উচ্চমানের উন্নয়ন সাধন করেছে, যা নিজের অর্থনীতির উন্নয়নের প্রাণবন্ত শক্তি বজায় রাখার সঙ্গে সঙ্গে বিশ্ব অর্থনীতির অব্যাহত উন্নয়নকে বেগবানে সহায়তা করছে।

 

আন্তর্জাতিক ব্যক্তিরা আরও বলেন, উচ্চমানের উন্নয়নকে এগিয়ে নেয়ার প্রক্রিয়ায় চীন পরিবেশগত সভ্যতার নির্মাণ এবং পরিবেশের সুরক্ষার সমন্বয় করেছে, যাতে সবুজ এবং নিম্ন-কার্বন উচ্চমানের উন্নয়নের জন্য নতুন চালিকা শক্তি প্রদান করতে পারে। এই ধরনের একটি উন্নয়ন ধারণা বিশ্বে উন্নয়নের সুযোগ এবং প্রাণশক্তি নিয়ে এসেছে এবং এটি সকল দেশের কাছে শিক্ষণীয় বলে তারা মনে করেন।

 

লিলি/এনাম/রুবি