চীন-মার্কিন সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে: লি ছিয়াং
2023-03-13 15:49:09

মার্চ ১৩: চীনের চতুর্দশ জাতীয় গণকংগ্রেস আজ (সোমবার) সকালে বেইজিংয়ে শেষ হয়েছে। চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গণমহাভবনে এক প্রেস ব্রিফিংয়ে দেশি-বিদেশি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন।

 

লি ছিয়াং বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। রোধ ও দমন করা যে কোনো পক্ষের জন্য প্রতিকূল।

 

লি ছিয়াং আরও বলেন, গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে এক শ্রেণির মানুষেরা চীন-যুক্তরাষ্ট্র বিচ্ছিন্নতার কথা প্রচার করে আসছে। তাতে আসলে কতজন উপকৃত হয়েছে? চীন ও যুক্তরাষ্ট্রের অর্থনীতির ব্যাপক যোগাযোগ রয়েছে। দেশ দুটো একে অপরের উন্নয়ন থেকে উপকৃত হয়েছে।

 

লি ছিয়াং বলেন, গত বছরের অধিকাংশ সময় তিনি শাংহাইয়ে কাজ করেছেন এবং যুক্তরাষ্ট্রের বিদেশি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেছেন। তারা শাংহাই ও চীনের ভবিষ্যৎ ভালো দেখছেন বলে জানিয়েছেন। এসব প্রমাণ করে যে, চীন ও যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে পারে এবং দু’দেশের সহযোগিতা চালানো উচিত।

 

লি ছিয়াং জোর দিয়ে বলেন, বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গত বছরের নভেম্বরে সি চিন পিং ও জো বাইডেনের মধ্যকার বৈঠকে পৌঁছানো মতৈক্য বাস্তবায়ন করা।

(রুবি/এনাম/শিশির)