জুনে পৃথিবীতে ফিরবেন চীনা নভোচারীরা
2023-03-12 16:54:46

মার্চ ১২: আজ (রোববার) চীনের মানববাহী প্রকল্প কার্যালয় সূত্রে জানা গেছে, চীনের মহাকাশ স্টেশন সার্বিকভাবে গঠিত হয়েছে। চীনে মনুষ্যবাহী মহাকাশযান প্রকল্প মহাকাশ স্টেশন ব্যবহার ও উন্নয়নের নতুন পর্যায়ে উন্নত করেছে। বর্তমানে মহাকাশ স্টেশনের স্থিতিশীল অপারেশন চলছে।

 

শেন চৌ-১৫ মহাকাশযানের নভোচারীরা সুস্থ রয়েছেন। আগামী জুন মাসে তারা পৃথিবীতে ফিরে আসবেন।

 

উল্লেখ্য, ২০২৩ সালে ‘থিয়ান চৌ’ নামক মালবাহী মহাকাশযান, শেন চৌ ১৬ ও ১৭ মহাকাশযান উৎক্ষেপণ করবে চীন।

 

(রুবি/এনাম/শিশির)