এসডিএন লিস্টে চীনা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তির নিন্দা জানাল বেইজিং
2023-03-11 16:12:12

মার্চ ১১: নিষেধাজ্ঞার জন্য ‘বিশেষভাবে মনোনীত নাগরিকদের তালিকা’ বা এসডিএন লিস্টে বেশ কয়েকটি চীনা সংস্থাকে অন্তর্ভুক্ত করে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক ঘোষণার সমালোচনা করেছেন চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র।

 

গতকাল (শুক্রবার) তিনি বলেন, ইরান-সংশ্লিষ্টতার অজুহাতে চীনের ২৪টি সংস্থা এবং ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের এসডিএন লিস্টে অন্তর্ভুক্তির দৃঢ় বিরোধিতা করে চীন। যুক্তরাষ্ট্রের উচিৎ অবিলম্বে তাদের এহেন ভুল আচরণ শোধরানো এবং চীনা কোম্পানি ও ব্যক্তিদের উপর অযৌক্তিক দমন বন্ধ করা। দৃঢ়ভাবে তাদের বৈধ অধিকার এবং স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বেইজিং।

 

চীনা মুখপাত্র আরও বলেন, সম্প্রতি ইরান ও রাশিয়ার সঙ্গে কথিত সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাষ্ট্র চীনা কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার নির্বিচার ব্যবহার এবং অন্যায্য আচরণের কোনো আইনি ভিত্তি নেই। তা গুরুতরভাবে চীনা কোম্পানি এবং ব্যক্তিদের বৈধ অধিকার এবং স্বার্থকে ক্ষতিগ্রস্ত করেছে। অন্যান্য দেশের মধ্যে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক বিনিময় ব্যাহত করেছে। বিশ্বব্যাপী শিল্প এবং সরবরাহ চেইনের স্থিতিশীলতায় হুমকি এবং বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধার এবং উন্নয়নে বাধা সৃষ্টি করেছে।

 

লিলি/এনাম/রুবি