চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চান অস্ট্রিয়ার প্রেসিডেন্ট
2023-03-10 16:52:56

মার্চ ১০: অস্ট্রিয়া চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করতে ইচ্ছুক। অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ফার দের ব্যালে গতকাল (বৃহস্পতিবার) ভিয়েনায় সেদেশে নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত ছি মেই-এর পরিচয়পত্র গ্রহণকালে এ কথা বলেন।

প্রেসিডেন্ট ব্যালে বলেন, চীন হলো অস্ট্রিয়ার গুরুত্বপূর্ণ অংশীদার। অস্ট্রিয়া চীনের সঙ্গে সম্পর্কের ওপর গুরুত্ব দেয়। তাঁর দেশ অব্যাহতভাবে চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করতে, যোগাযোগ বাড়াতে, এবং দু’দেশের সম্পর্ককে আরও সামনে এগিয়ে নিতে ইচ্ছুক।

জবাবে চীনা রাষ্ট্রদূত বলেন, বর্তমানে দু’দেশের সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত হচ্ছে; বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতায় নতুন অগ্রগতি অর্জিত হচ্ছে। চীন অস্ট্রিয়ার সঙ্গে সম্পর্কের ওপর যথেষ্ট গুরুত্ব দেয় এবং দেশটির সঙ্গে যোগাযোগ ও সংলাপ জোরদার করতে ও বিভিন্ন ক্ষেত্রের বাস্তব সহযোগিতা সম্প্রসারণ করতে ইচ্ছুক।  (ছাই/আলিম)