ইউক্রেনের পারমাণবিক স্থাপনার নিরাপত্তা জোরদার করার ওপর চীন গুরুত্ব দেয়: মুখপাত্র
2023-03-09 16:41:14

মার্চ ৯: চীন বাস্তব ব্যবস্থা নিয়ে ইউক্রেনের পারমাণবিক স্থাপনার নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্ব দেয় এবং এ ব্যাপারে নেওয়া আন্তর্জাতিক আণবিক সংস্থার প্রচেষ্টাকে সমর্থন করে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গতকাল (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

মাও নিং বলেন, চীন বরাবরই পরমাণু নিরাপত্তার ওপর গুরুত্ব দিতে আসছে ও এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতায় অংশগ্রহণ করছে। সম্প্রতি চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় ‘বিশ্ব নিরাপত্তা প্রস্তাব’ প্রকাশ করেছে। এটা স্পষ্ট যে, পারমাণবিক নিরাপত্তার বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার প্রচার করা হল সহযোগিতার অন্যতম দিক।

তিনি আরও বলেন, এর আগে ‘রাজনৈতিক পদ্ধতিতে ইউক্রেনের সংকট সমাধানে চীনের প্রস্তাব’ প্রকাশিত হয়। এতে চীন শান্তিপূর্ণ ব্যবস্থার বিরুদ্ধে সশস্ত্র আক্রমণের বিরোধিতার কথা বলেছে এবং শান্তিপূর্ণভাবে ইউক্রেন সংকট সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে। (ছাই/আলিম)