এআই প্রযুক্তি আর্থ-সামাজিক উন্নয়নে আরো বেশি অবদান রাখবে: চীনা বিজ্ঞান প্রযুক্তিমন্ত্রী
2023-03-06 11:08:14

মার্চ ৬: গতকাল (রোববার) সকালে বেইজিংয়ে চীনের চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের প্রথম অধিবেশনে বিজ্ঞান প্রযুক্তিমন্ত্রী ওয়াং চি কাং গণমাধ্যমে সাক্ষাত্কার দিয়েছেন।

সম্প্রতি দেশ বিদেশে মনোযোগ আকর্ষণকারী চ্যাটজিপিটি এবং চীনের এআই প্রযুক্তির ভবিষ্যত উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, চ্যাটজিপিটি একটি বিশাল মডেল, এর হিসাব পদ্ধতি ও দক্ষতা বেশ ভালো। একই উত্পাদন নীতিতে বিভিন্ন জনের তৈরি পণ্যের মানও ভিন্ন, যেমন ইঞ্জিন ইত্যাদি। এআই প্রযুক্তির গবেষণায় চীন ব্যাপক বিনিয়োগ করেছে এবং কিছু সাফল্য অর্জন করেছে। এআই প্রযুক্তির ব্যাপক প্রয়োগে বিভিন্ন পরীক্ষা ও সিমুলেশন করা হয়েছে, যা আর্থ-সামাজিক উন্নয়নে আরো বেশি অবদান রাখবে।

(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)