চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা জোরদার চায় জি-২০
2023-03-03 10:25:18

মার্চ ৩: গতকাল (বৃহস্পতিবার) দুইদিনব্যাপী জি-২০ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন নয়াদিল্লীতে শেষ হয়েছে। সম্মেলনে প্রকাশিত দলিলে সহযোগিতা ও বহুপাক্ষিকতা জোরদার করে যৌথভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান জানানো হয়।

 

দলিলে বলা হয়, বর্তমানে বিশ্ব নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন। তাদের মধ্যে অন্যতম হলো জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ধীর অগ্রগতি, জলবায়ু পরিবর্তন, দূষণ, মন্থর অর্থনীতি, ঋণ সংকট, এবং মহামারীর পর ভারসাম্যহীন পুনরুদ্ধার, দারিদ্র্য ও অসমতা তীব্রতর হওয়া, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা হুমকি, বিশ্ব সরবরাহ চেইন বন্ধ, এবং ভূ-রাজনীতির উদ্বেগজনক পরিস্থিতি ও সংঘর্ষ তীব্রতর হওয়া।

 

গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ভিডিও ভাষণে প্রত্যাশা ব্যক্ত করেন যে জি-২০ প্রবৃদ্ধি, উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিস্থাপকতা ও স্থিতিশীলতা এবং খাদ্য ও জ্বালানি নিরাপত্তাসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে বর্তমান ভূ-রাজনীতির উদ্বেগজনক পরিস্থিতি প্রশমন করতে সক্ষম হবে।

 

(প্রেমা/এনাম/রুবি)