গ্রিসে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭
2023-03-03 10:33:46

মার্চ ৩: গতকাল (বৃহস্পতিবার) রাতে গ্রিসের অগ্নি নির্বাপক বিভাগ সূত্রে জানা গেছে, দেশের মধ্যাঞ্চলের লারিসা শহরের কাছে সংঘটিত ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৫৭ জনে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট উদ্ধার কাজ আজ শেষ হওয়ার কথা রয়েছে।

 

অগ্নি নির্বাপক বিভাগের মুখপাত্র জানিয়েছেন যে নিহতদের লাশ আশেপাশের হাসপাতালে পাঠিয়ে সনাক্ত করা হবে। তা ছাড়া, আহত ৪৮ জনের মধ্যে ৬জনের অবস্থা গুরুতর। তারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি গভীর রাতে লারিসা শহরের নিকট টেম্পি জেলায় একটি যাত্রীবাহী ট্রেন এবং একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ট্রেন দুটো লাইনচ্যুত হয়ে ব্যাপক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

 

গত ১ থেকে ৩ মার্চ এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের শোক ও সমবেদনা জানাতে গ্রিসে জাতীয় শোক দিসব পালিত হয়।

(সুবর্ণা/এনাম/আকাশ)