জি-টুয়েন্টি পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে ছিন কাং
2023-03-03 10:15:45

মার্চ ৩: গতকাল (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত জি-টুয়েন্টি পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে গুরুত্বপূর্ণ এক ভাষণ দিয়েছেন।

তিনি বলেন, চলমান অস্থির আন্তর্জাতিক পরিস্থিতি ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জি-টুয়েন্টির উচিত সহযোগিতার মাধ্যমে দায়িত্ব পালন; প্রকৃত বহুপক্ষবাদ, সমতার ভিত্তিতে সংলাপ ও ঐকমত্যের নীতিতে অবিচল থাকা; শক্তির রাজনীতি ও সংকীর্ণ দ্বন্দ্বে না-জড়িয়ে একতরফাবাদ ও সংরক্ষণবাদের বিরোধিতা করা এবং বৈশ্বিক উন্নয়নে অবদান রাখা।

এ সম্পর্কে তিনি তিনটি প্রস্তাব পেশ করেন। প্রথমত, সামষ্টিক অর্থনৈতিক নীতি সমন্বয় জোরদার করে খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। দ্বিতীয়ত, বৈশ্বিক অর্থনৈতিক পরিচালনা উন্নত করা। এবং তৃতীয়ত, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা জোরদার করা।

ছিন কাং জোর দিয়ে বলেন, বিশ্বের উন্নয়ন ও সমৃদ্ধি এবং শান্তি ও স্থিতিশীলতা আন্তর্জাতিক পরিবেশের উপর নির্ভর করে। চীন বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ পেশ করেছে এবং রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকট সমাধানের অবস্থান পত্র প্রকাশ করেছে। চীন সব সময় শান্তির পক্ষে রয়েছে এবং শান্তি আলোচনায় গঠনমূলক ভূমিকা পালন করবে।

সম্মেলনে বহুপক্ষবাদ, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, উন্নয়ন সহযোগিতা, সন্ত্রাস দমন ইত্যাদি বিষয় নিয়ে গভীর আলোচনা হয়েছে। বিভিন্ন পক্ষ চলমান আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

তাঁরা মনে করেন, জি-টুয়েন্টির উচিত গুরুত্বপূর্ণ এবং বিশেষ ভূমিকা পালন করা। সব পক্ষের উচিত সর্বোত্তম ঐকমত্য খোঁজা এবং অন্তর্ভুক্তিমূলক সহযোগিতা এগিয়ে নেয়ার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিস্থাপকতা বাড়ানোর জন্য বাস্তব পদক্ষেপ নেওয়া, যাতে যৌথভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়।

(তুহিনা/এনাম/আকাশ)