চলতি বছর চীনে স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যমাত্রাকে শীর্ষস্থানে রাখতে হবে: চীনা মুখপাত্র
2023-03-03 20:20:57


মার্চ ৩: চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র সদস্যরা মনে করেন, ২০২২ সালে জটিল আন্তর্জাতিক পরিস্থিতি, মহামারী, ও প্রাকৃতিক দুর্যোগের মতো নানান চ্যালেঞ্জের মধ্যেই, চীনের অর্থনীতি স্থিতিশীলভাবে সামনে এগিয়েছে, যা মোটেই সহজ ছিল না। আজ (শুক্রবার) বেইজিংয়ে সিপিপিসিসি’র চতুর্দশ জাতীয় কমিটির প্রথম অধিবেশনের প্রাক্কালে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন সম্মেলনের মুখপাত্র কুও ওয়েই মিন।


তিনি আরও বলেন, বর্তমানে চীনের উন্নয়ন-প্রক্রিয়া জটিল পরিস্থিতির সম্মুখীন। তবে, চীনের বিশাল বাজার, সমৃদ্ধ শিল্পব্যবস্থা, ও উন্নত মানবসম্পদ রয়েছে, যা দেশের অর্থনীতির মজবুত ভিত্তি। চীনের অর্থনীতির সুপ্তশক্তি ও প্রাণশক্তিও প্রবল। এ প্রেক্ষাপটে, চলতি বছর স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যমাত্রাকে শীর্ষস্থানে রাখতে হবে। (আকাশ/আলিম/জিনিয়া)