যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম পারমাণবিক হুমকি: চীনা মুখপাত্র
2023-03-03 18:45:35

মার্চ ৩: যুক্তরাষ্ট্র যখন-তখন বলে যে, ‘চীন হল পারমাণবিক হুমকি’; অথচ বাস্তবতা হচ্ছে, খোদ যুক্তরাষ্ট্রই বিশ্বের জন্য সবচেয়ে বড় পারমাণবিক হুমকি। দেশটি শুধু নিজের পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার আরও সমৃদ্ধ করতে ও বিশ্বব্যাপী সামরিক আধিপত্যবাদ বিস্তারের অজুহাত খুঁজে বেড়াচ্ছে। আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

মুখপাত্র জোর দিয়ে বলেন, চীন পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে আন্তর্জাতিক সহযোগিতার ওপর অত্যন্ত গুরুত্ব দেয় এবং পারমাণবিক স্থাপনার নিরাপত্তা বজায় রাখতে ও পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত, অন্যদেশের বিরুদ্ধে মিথ্যাচার না-করে, দায়িত্বশীল মনোভাবের পরিচয় দেওয়া এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখার জন্য সচেষ্ট হওয়া। (জিনিয়া/আলিম/আকাশ)