জি-টোয়েন্টির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে ছিন কাং ৩-দফা প্রস্তাব পেশ করেন: চীনা মুখপাত্র
2023-03-03 20:13:46

মার্চ ৩: ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-টোয়েন্টির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং ৩-দফা প্রস্তাব পেশ করেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। 


মাও নিং বলেন, পররাষ্ট্রমন্ত্রী ছিন কাংয়ের ৩-দফা প্রস্তাব হচ্ছে: প্রথমত, অস্থিতিশীল আন্তর্জাতিক পরিস্থিতি ও একাধিক বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে, জি-টোয়েন্টির উচিত যথাযথ দায়িত্ব পালন করা, সহযোগিতা চালানো ও বৈশ্বিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য অবদান রাখা; দ্বিতীয়ত, জি-টোয়েন্টির উচিত প্রকৃত বহুপক্ষবাদ ধারণ করা এবং সাম্য,  সংলাপ ও সমন্বয়ের নীতিতে অবিচল থাকা; তৃতীয়ত, বৈশ্বিক সুষ্ঠু উন্নয়ন এগিয়ে নেওয়া এবং একতরফাবাদ ও সংরক্ষণবাদের বিরোধিতার মাধ্যমে আরও সহনশীল ও জনকল্যাণকর বৈশ্বিক উন্নয়ন বাস্তবায়ন করা। 


মাও নিং আরও জানান, চীন জি-টোয়েন্টির বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নে  ইতিবাচকভাবে অংশগ্রহণ করবে এবং বিশ্বের শান্তি ও উন্নয়ন এগিয়ে নেওয়া ও মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠার জন্য আরও বড় অবদান রাখবে বলেও ছিন কাং সম্মেলনে উল্লেখ করেন। 

(আকাশ/আলিম/জিনিয়া)