৫ শতাংশ ছাড়াবে চীনের জিডিপি প্রবৃদ্ধি
2023-03-03 17:36:27

 

মার্চ ৩, সিএমজি বাংলা ডেস্ক:  চলতি বছর চীনের জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশ ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে বিভিন্ন দেশের সংস্থা। বিশেষ করে জার্মানির ডয়েচ ব্যাংক তাদের পূর্বাভাসে বলেছে, এ বছর চীনের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬ শতাংশ। চীনের স্থানীয় গণমাধ্যম চায়না ডেইলির প্রতিবেদনে এ কথা বলা হয়।

 

চীনের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ও স্টেট ইনফরমেশন সেন্টারের উপ-পরিচালক ওয়াং ইউয়ানহং বলেছেন, ২০২৩ সালে চীনের জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশের বেশি হবে। একইসঙ্গে করোনাকালে অর্থনীতিতে যে ধীরগতির সৃষ্টি হয় সেটা অনেকটা কাটিয়ে ওঠা যাবে বলেও মন্তব্য করেন তিনি।

 

ওয়াং বলেন, “বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির এই দেশটির পুনরুদ্ধারের ফলে বৈশ্বিক অর্থনীতিতেও তা ইতিবাচক ভূমিকা পালন করবে। পাশাপাশি বৈশ্বিক অর্থনীতিকে স্থিতিশীল করতে চীনের অর্থনীতির প্রবৃদ্ধি কাজ করবে।“

 

সিনহুয়া নিউজ এজেন্সি জানায়, চীন সরকারের ওয়ার্ক রিপোর্টে বলা হয়েছে, ভূরাজনৈতিক অস্থিরতা ও কোভিড সংকটের মধ্যেও ২০২২ সালে চীনের জিডিপির আকার বেড়ে দাঁড়িয়েছে ১২১ ট্রিলিয়ন ইউয়ান বা ১৭ দশমিক ৫৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে। আগের বছরের চেয়ে জিডিপি প্রবৃদ্ধি ৩ শতাংশ হয়েছে বলেও উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে।

 

সাজিদ/ শান্তা

তথ্য ও ছবি: চায়না ডেইলি