তাইওয়ানে অস্ত্র বিক্রির মার্কিন সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বেইজিং: মুখপাত্র
2023-03-03 20:12:13

মার্চ ৩: তাইওয়ানে ৬১.৯ কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রির মার্কিন সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বেইজিং। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র থান কে ফেই এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। 


মখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের এহেন আচরণ চীনের অভ্যন্তরীণ ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ, ‘এক-চীননীতি’র লঙ্ঘন, এবং ‘চীন-মার্কিন তিনটি যৌথ ঘোষণা’র পরিপন্থি। মার্কিন সিদ্ধান্ত চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি এবং তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার প্রতি সুস্পষ্ট হুমকিস্বরূপ। চীন এ সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করছে। 


তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে তাইওয়ানে অস্ত্র বিক্রি ও চীনের এই অঞ্চলটির সাথে সবধরনের সামরিক-যোগাযোগ বন্ধ করতে হবে, তাইওয়ান ইস্যুতে নাক গলানো বন্ধ করতে হবে; এব্ং তাইওয়ান প্রণালীর পরিস্থিতির অবনতি ঘটাতে পারে, এমন তত্পরতা থেকে বিরত থাকতে হবে। 


তিনি আরও বলেন, চীনের গণমুক্তি ফৌজ তাইওয়ানের বিছিন্নতাবাদীদের উস্কানি ও বাইরের শক্তির হস্তক্ষেপের মোকাবিলায় এবং দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।

 (আকাশ/আলিম/জিনিয়া)