উন্নয়নের অধিকার বাস্তবায়নে গুরুত্ব দেয় জাতিসংঘ
2023-03-02 11:27:19

মার্চ ২: গত ২৮ ফেব্রুয়ারি থেকে পয়লা মার্চ পর্যন্ত জাতিসংঘে ‘উন্নয়ন অধিকার ঘোষণা’ গৃহীত হওয়ার ৩৫তম বার্ষিকী উপলক্ষে জাতিসংঘ মানবাধিকার পরিষদের উচ্চপর্যায়ের এক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

 

জাতিসংঘের নির্বাহী উপসচিব আমিনা মোহাম্মদ অধিবেশনে বলেছেন, এ ঘোষণা উন্নয়নে মানুষের ভূমিকা ও অবস্থান বর্ণনা করেছে। তবে উন্নয়ন অধিকার মানবাধিকার হিসেবে স্বীকৃতি পায়নি, যা খুবই পরিতাপের বিষয়।

 

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, কর্মসূচি-২০৩০ গৃহীত হওয়ার পর ১৫ বছর পার হয়েছে, কিন্তু উন্নয়নের অধিকারের লক্ষ্যমাত্রার অগ্রগতি অনেক পিছিয়ে রয়েছে।

 

আগামী সেপ্টেম্বর মাসে টেকসই উন্নয়ন শীর্ষসম্মেলন উন্নয়ন অধিকার বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস আধানম জানিয়েছেন যে জনগণের অংশগ্রহণ উন্নয়নের অধিকার বিশেষ করে স্বাস্থ্য অধিকারের জন্য অতি গুরুত্বপূর্ণ। উন্নয়নের অধিকার নিশ্চিতে বিভিন্ন দেশের সহযোগিতা দরকার।

 

উল্লেখ্য, ১৯৮৬ সালের ডিসেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে ‘উন্নয়ন অধিকার ঘোষণা’ গৃহীত হয়েছে। (সুবর্ণা/এনাম/আকাশ)