বেইজিংয়ে লি জানশু- লুকাশেঙ্কো বৈঠক
2023-03-02 11:30:44

মার্চ ২: গতকাল (বুধবার) চীনের জাতীয় গণ-কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান লি জানশু বেইজিং সফররত বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার গ্রিগোরিভিচ লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

 

লি জানশু বলেন, গত ১০ বছরে চীন-বেলারুশ সম্পর্ক সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নত হয়েছে। চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়ন বেলারুশসহ আন্তর্জাতিক সমাজের জন্য নতুন সুযোগ বয়ে আনছে। বেলারুশের সঙ্গে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও কল্যাণ নিশ্চিতে দু’দেশের রাষ্ট্র প্রধানদের গুরুত্বপূর্ণ মতৈক্য কার্যকর করবে চীন।

 

তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সার্বিক সহযোগিতার উন্নয়ন ও বাস্তবায়ন আরও বেগবান করতে ইচ্ছুক বেইজিং। এছাড়া, চীন দৃঢ়ভাবে বেলারুশের নিজের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ রক্ষাকে সমর্থন করে। দু’দেশ এবং অন্যান্য উন্নয়নশীল দেশের অভিন্ন স্বার্থ রক্ষাকেও সমর্থন করে বেইজিং।

 

প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বলেন, বেলারুশ দৃঢ়তার সাথে একচীন নীতি এবং চীনের শান্তি ও ঐক্যকে সমর্থন এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপারে বাইরের হস্তক্ষেপের বিরোধিতা করে।

 

তিনি আরও বলেন, তাঁর দেশ চীনের সঙ্গে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা গভীরতর ও সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণ, এবং আন্তর্জাতিক অঙ্গনে একে অপরকে সমর্থন করতে আগ্রহী। পাশাপাশি, দ্বিপাক্ষিক সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে এগিয়ে নিতে চায় বেলারুশ।

 

(প্রেমা/এনাম/রুবি)